Wednesday, 15 August 2012


2 comments:

মঞ্জুশ্রী রাযচৌধুরী said...

না, পারেননি দাদা। স্বাধীনতা কোনোদিনই তেমন করে পাননি, হয়তো কেউই পাইনা। যেটা পাই তা আনন্দ। পরাধীনতার মধ্যেও যদি 'আনন্দ'টি পাই, তা'তেও বোধহয় সুখ।

ছোটবেলায় মা'র হলুদ গন্ধ মাখা শাড়ীর আঁচলে পরাধীনতা ছিল, তবু আঁকড়ে থেকেছি। বিবাহ পরবর্তী 'স্বামীর সুখেই আমার সুখ'-এ পরাধীনতা ছিল, তবু ভাল থেকেছি। ছেলে চায়, আমি চাইনা... এই মানানোয় পরাধীনতা ছিল, তবু তার খুশীতেই সুখ খুঁজেছি। আমি স্বাধীনতার স্বাদই কখনো পেলাম না দাদা। বোধহয় চাইনি তাই।

তবে আপনার লেখাটি পড়ে আমারও কিছু লিখতে ইচ্ছে করছে। এই ভাবনা-উজাগর কর্মটি আপনি দারুণ পারেন। কিন্তু আপাততঃ আমি ফের নেটহারা হতে চলেছি... কেজানে কবে পাব লাইন!

Aloke Bhanja said...

এখনকার দিনে নেটহারা মানে প্রায় সর্বহারাই বলা চলে....