
খুব অবাক লাগে জানো, যখনই দেখি পাহাড়কে।
অবাক তখনও লাগে, যখন দেখি সাগর;
আকাশটা তো আরও বেশি ভাবায় আমায়
এই যে আকাশের বিশালতা আর অসীম-ব্যাপী ব্যাপকতা,
ছোট বড় কত কিছুই না বুকে ধরে রাখার সফলতা।
কত ছুটোছুটি আর হুটোপুটির মাঝেও আশ্চর্য নীরবতা।
আবার কখনো বা এই অখণ্ড বিস্তীর্ণতায় চোখে পড়ে গভীরতা।
মানুষগুলো দেখলে আরও অবাক লাগে জানো,
ছোট্ট হৃদয়টিতে ধরে রাখা কতইনা কথকতা।
কখনও পাহাড়সম এই বিশালতা, কখনও সাগর,
কখনও আকাশসম ব্যাকুলতা।
বিচ্ছিন্ন বা নিরবচ্ছিন্ন ভাবনার সুতো বুনে চলা অবিরাম,
যেন রুপকথার চাদের বুড়ির চরকা কাটার মত,
নেই কোন বিরাম-
কোটি কোটি নিউরন, নেফ্রন এবং সেলের অক্লান্ত কর্মযজ্ঞের।
রন্ধ্রে প্রবাহিত রক্তের মাঝের অগণিত রক্ত কণিকারা ব্যস্ত
একক থেকে একান্তরে, কোষ থেকে কোষান্তরে নিরন্তর আনাগোনায়।
কি দুরন্ত এই ছুটে চলার কর্মস্পৃহা, কত সরল, কঠিনে মিশ্রণে,
বিস্তীর্ণ, ব্যাপক তাদের কার্যক্রম-
যেন সৃষ্টির সেরা এই সৃষ্টিতে প্রতিনিয়ত এক মহাবিশ্বের অনাসৃষ্টি।
6 comments:
আবেগের প্রাবল্যে লেখায় কিছু কিছু জায়গায় একটু... মানে বিশেষণের বিশেষণ হয়ে গেছে। যেমন 'অসীম-ব্যাপী ব্যাপকতা।' হয় অসীম-ব্যাপী নয় অসীম-ব্যাপকতা-য় শেষ হলেই ঠিক হত। আর 'সফলতা' শব্দটাও কি একটু মিল-মেলান্তির হাত ধরে এলো না আল ইমরান! তুমি আজকাল দিব্যি পারো। আরেকটু ধরে লিখলে হয়তো তুমি 'আকুলতা' শব্দটা খুঁজে পেতে, যা পুরো লাইনটার সঙ্গে বেশী ঠিকঠাক।
তবে লেখার মধ্যে দিয়ে যে বিস্ময়কে তুমি প্রকাশ করতে চেয়েছ, তা একশো শতাংশ খাঁটি। আমি সর্বান্তঃকরণে সমস্তটা অনুভব করলাম, তা জানাতেই হচ্ছে।
তোমার অনুমতি না নিয়েই কয়েকটা বানান ঠিক করে দিয়েছি আল ইমরান। আমি একটু পিটপিটে আছি, অস্বস্তি হচ্ছিল। কিছু মনে কোরনা।
এতটুকু পাবো বলেই মনফসলে আসি দিদি। কিছু মনে করার প্রশ্নই আসে না। আমি অত বড় কেউ না যে ইগো ধরে বসে থাকব। আমি আস্তে আস্তে আপনাদের কাছ থেকে শিখছি। এবং পরিপূর্ণ শেখার মানসিকতা নিয়েই ব্লগিং করি। তাই পিটপিটে থাকার কোনই কারন নেই। বরং চমৎকার এই মন্তব্য এই জন্য অসংখ্য ধন্যবাদ।
বিঃদ্রঃ এবার ২১ শে বই মেলায় প্রথম আলো ব্লগের ব্লগারদের একটা সংকলন প্রকাশিত হয়েছে। এখানে আছে বাংলাদেশের প্রখ্যাত কিছু লেখক, কবি সহ প্রায় ১২০ জন ব্লগারের লেখা। বইটির নাম আলোর মিছিল। পড়ে দেখার অনুরোধ রইল।
'আলোর মিছিল'-এর লিঙ্ক কোথায়?
ওটা অনলাইন ভার্শন হয়নি এখনও।
http://www.prothom-aloblog.com/posts/55/175576
এই পোস্ট পড়ে দেখতে পার দিদি।
দেখে এলাম। আর কিছু বুঝি না বুঝি এটা বুঝেছি, তোমরা একে অপরের সঙ্গে দারুণ ভাবে সম্পৃক্ত, ইউনাইটেড, অসম্ভব আবেগী । ক্রিয়েটিভ মানুষের সর্ব ইচ্ছা নিয়ে এগিয়ে চলেছ লক্ষ্যের দিকে... কে কী ভাবল তার পরোয়া না করে। মানতেই হবে এই স্পিরিটটাই তোমাদের পরিচয়, তোমাদের চালিকাশক্তি।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ দিদি।
Post a Comment