Tuesday, 5 February 2013

চৈতীর মেয়ে মেধার গান / লক্ষ টাকা এটার দাম / গুণীমেয়ের দিতে মান / ফেসবুক থেকে আনলাম

মঞ্জুশ্রী রায়চৌধুরী


ভিডিও ক্লিপিং নাক বরাবর সিধে নীচে রাখলাম- এখানে দেওয়া গেলনা। মন্তব্যের জায়গা খোলা রাখতে এখানে লেখা রাখলাম। 

3 comments:

Unknown said...

প্রথমে নাহয় আমিই লিখি, যা লিখেছি ফেসবুকে।

অন্ততঃ বার দশেক দেখলাম চৈতী। কি যে কিউট মেধাবালা/সত্যি মনে লাগল দোলা।
তোমার মত মা ঘরে-ঘরে থাকলে তবে না সন্তান আত্মবোধের পাঠ পাবে, ভালবাসবে নিজের ভাষাকে, সংস্কৃতিকে।

obsessed হয়ে গেছি, একষোবার আসছি আর যাচ্ছি... শেষ অবধি লিঙ্কটা তুলেই নিলাম 'মনফসল'-এ।

চৈতী আহমেদ said...

নিজের কাজ নিয়ে ও তোমার মন ফসলে জায়গা পেলো বলে মা হিসেবে সত্যি একটু গর্ব হচ্ছে মঞ্জু। কিন্তু তুমি শুনে কি বলবে জানি না তবে গানের চেয়ে ওর নাচে ঝোঁক বেশি। নাচতো তোমার তাই তোমাকে ওর দুটো নাচের অনুষ্ঠানের লিঙ্ক দিলাম দেখে এসো। http://www.facebook.com/photo.php?v=405858652814666&set=vb.100001716058300&type=3&theater
মাঝখানের তিন জনের মাঝের জন মেধা, আশা করি তুমি খুঁজে নিতে পারবে।
http://www.facebook.com/photo.php?v=405858652814666&set=vb.100001716058300&type=3&theater

Unknown said...

মেধার নাচের ভিডিও অথচ আমিই দেখিনি‍! একটু অবাকই লেগেছিল। এখন লিঙ্ক পেয়ে দেখতে গিয়ে দেখি 'পছন্দ'-এর প্রথম মানুষটা ছিলাম আমি। তোমার মেয়ে সত্যি... গুণে-মণে এখনি অনেকখানি।