মঞ্জুশ্রী রায়চৌধুরী
ইস্টার্ন জোনাল কালচার সেন্টারের 25 বছর
পুর্তি উপলক্ষ্যে আন্দামানে প্রোগ্রাম করতে গিয়েছিলাম 2012-র সেপ্টেম্বরে। এসেছিল দেশের 14টা রাজ্য। পাঞ্জাব, বিহার, আসাম, সিকিম, ওড়িশা, নাগাল্যান্ড.. প্রভৃতি। আমার ওপর ছিল বাংলার ফোকডান্সের দায়িত্ব- টুসু, ভাদু, ধামাইল, কর্মসঙ্গীত ইত্যাদি। পোর্ট ব্লেয়ার ছাড়াও হ্যাভলক আইল্যান্ড
ও পাহাড়-সমুদ্র-সবুজে ঘেরা দীঘলিপুরেও ছিল অনুষ্ঠান।
এখানে টুসু নাচের একটি পার্ফমেন্স-ভিডিও রাখলাম যা আন্দামান- পোর্টব্লেয়ারের ও একটি প্রস্তুতি-ভিডিও দিলাম যা 'নির্জনে'(আমার বাড়ি)-তে তোলা।
পোর্টব্লেয়ারের প্রোগ্রাম
'নির্জনে'-তে প্রস্তুতিকালীন
6 comments:
bah 2toi khub sundar.. amar na rehearsal dekhte sob somoi e khub bhalo lage..karon tar modhe bhison akta natural byapar thake.. stage show to sob somoi e akta sajano gochano jinis, take joto besi guchhiye represent kora jay ta totoi nikhut hoi. kintu thik-bethik bhul-bhranti melano-meshano rehearsal ami khub enjoy kori.. mone ache ei somoi amader gaaner programme tar o preparation cholchilo? khub tention er somoi chhilo eta tomar jonyo o amar jonyo o.. bt enjoy korechi
Oti Opoorbo ! Ami ekebare mantromugdho. Long live Majushree and your choreographic art.
From -- Dada
একদম ঠিক বলেছিস্ সুচেতনা... রিহার্সালটা সবসময়ই খুব এনজয়েবল, তবে তাদেরই কাছে যারা এই শিল্পমাধ্যমের সঙ্গে যুক্ত। অধিকাংশ দর্শকই চায় ঝাঁ চকচকে প্রেজেন্টেশন। আপাত দৃষ্টিতে যা মধুর তার পিছনের ঘাম-রক্তটা দেখালে তাদের স্বপ্নভঙ্গ হয়। তাই ও কষ্টটা শিল্পীদের মুখ বুজে সয়ে নেওয়ার। তুইও যে দিন আর রাত এক করে দিয়ে রেওয়াজের কষ্ট ও মজাটা জানিস্, তাই তোর হিসেব আলাদা। এতকিছু জেনেও আমি প্রস্তুতিপর্বের ভিডিও দিয়েছি... কার কেমন লাগল বুঝবো বলে। যাই হোক্, দেখছে হয়তো অনেকেই কিন্তু বলল না কেউ, তাই কেজানে...
কতদিন বাদে তুমি এলে ও এসেই এমন মন্তব্য| তুমি আমার চির-শুভাকাঙ্খী এমন একজন... আমার কোনো ক্রিয়েশনের পরে যাকে না পেলে আমার পাওনা বাকী থেকে যায়| একথা তুমিও জানো দাদা- আমি তাই প্রথমেই তোমায় খুঁজি| তোমার মত শিল্প-সাহিত্য-সমাজ-আধাত্মিকতা এমন সর্বক্ষেত্রে বিচরণ করা মানুষ ও এই মাপের জ্ঞান কোথাও পাব বলতো? আমি ভীষণ খুশী|
tomar mone ache kina jani na, jokhon tomar kache naach sikhtam tokhon kono akta prog er jonyo tumi amader kochi-kachader akta group ke kathi-naach sikhiyechile.. se gaan tao khanik ta mone ache.. jai hok setar rehearsal cholechilo bes kichudin dhore .. sei prothom rehearsal shobdo ta kane sunechilam r mane ta jenechilam tar o onek pore.. sesmes ami prog ta korini.. bodh hoi tokhon e naach ta chere dilam.. akebarei motisthir chhilo na to....
hothat mone pore gelo
যা গেছে তা ভাগ্যিস গেছে... তাই তো আজকের এই রিনরিনে গলার সুগায়িকা সুচেতনাকে পেলাম| আসলে একেবারেই স্থির মস্তিষ্কে সঠিক ডিসিশন নিয়েছিলি| তখন নাচ করেছিস অন্যের জন্য... তোর মার ছিল আনন্দ আর তোর ছিল 'শুধু যাওয়া-আসা, শুধু স্রোতে ভাসা... ' তবে এটা জেনে ভাল লাগল যে রিহার্সালের মজা পাওয়া বা শব্দকে চেনা ছিল তোর আমার ক্লাশে এসেই।
Post a Comment