Sunday 24 January 2016

"কবি ও ডোম"

"কবি ও ডোম"
-আল ইমরান

রাতের নগর বা নগরের রাত দেখিনা অনেকদিন,
রাস্তার মাঝে মাঝে ঠায় দাঁড়িয়ে থাকা
নিয়ন আলো ছড়ানো ল্যাম্পপোস্ট আর
একদল গৃহহীন মানুষের রাত্রিযাপন।

এইত সেদিন, 
রাতজাগা চাঁদ আর নিয়ন আলোর স্রোতে
আনমনে কিছুক্ষন ভেসে থাকার অভিলাসে
রাতের নগরে বেড়িয়েছিলাম,
একাকি নয়, প্রেয়সীর হাতে হাত রেখে নয়,
বন্ধুর কাধে কাধ মিলিয়ে।

বন্ধুটি লাশকাটা ঘরে,
এক আহত হৃদয় ব্যবচ্ছেদে ব্যাস্ত ছিল।
হৃদয় আহত হলেও
দেহটি ছিল নিহত, বেনামি লাশের।
নিয়ন আলোয় নগর ভ্রমনের প্রস্তাবে
এক কথায় রাজি হয়েছিল সে।
সেই লাশকাটা ঘরে
কত হৃদয়ই না ব্যবচ্ছেদ হয় প্রতিনিয়ত।
মরে গেছে বলে সেই হৃদয়ের রক্তক্ষরন
দেখা হয় প্রায়শই।
কিন্তু বেঁচে আছি বলেই হয়ত
এই হৃদয়ের রক্তক্ষরন দেখা হয়না সহসা।


রাত যখন গভীর হয়,
এই নগরে বাড়ে গণিকাদের আনাগোনা।
সেই মিছিলে,
পরিস্থিতির শিকার কিছু জীবন ভেসে যায়।
মানুষে মানু্ষে এই যে ভেদাভেদ,
ল্যাম্পপোস্ট আর এই নিয়ন আলো
আমার শেখায় সেরা বাস্তবতার পাঠ।

No comments: