গত গুলো কেমন ছিল আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন। তবে আমার ফটো গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ.......
আজকের পোস্টটা গত পোস্ট দেবার সময়ই ড্রাফ্ট করে রেখেছিলাম। ভেবেছিলাম যদি আপনাদের ভালো লাগে তবে এইটা পোস্ট দিব।
আপনাদের ভালো লাগছে বলে দিলাম.............
আজকের পোস্টটা গত পোস্ট দেবার সময়ই ড্রাফ্ট করে রেখেছিলাম। ভেবেছিলাম যদি আপনাদের ভালো লাগে তবে এইটা পোস্ট দিব।
আপনাদের ভালো লাগছে বলে দিলাম.............
![]() |
বৃষ্টি ভেজা শেষ আশ্রয় |
![]() |
গ্রামবাংলার রূপ |
![]() |
আমার গ্রাম |
![]() |
ঘাটে বাধা ডিঙ্গি |
5 comments:
তোমার তোলা প্রতিটা ছবিই সুন্দর... আর প্রথমটা তো খুবই। আরেকটা কথা...
তোমার'মনফসল'আঁখিবুকি মেন পোজ থেকে সরিয়ে আঁকবুকির নিজস্ব ঘরে রেখেছি, মন্তব্যও ওখানে।
তোমার গ্রামের নাম কি? ওখানে কি তুমি থাক? যদি থাক, তবে তুমি খুব সৌভাগ্যবান। আর 1নং ছবির পাখিটা তো এক্সিলেন্ট। তুমি কি ক্যামেরা হাতে তক্কে তক্কে ছিলে?
আসিম দা, আমার গ্রামের নাম "ভেরামতলি" এটা গাজীপুর জেলায়। আমি থাকি ঢাকাতে তবে মাঝে মাঝে গ্রামে যাই।
মোবাইল তো পকেটেই ছিল। আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পিছনের স্নানঘরে যাচ্ছিলাম, হটাত দেখালাম, আর যায় কোথা, খুব আস্তে আস্তে গিয়ে ঝট করে তুলে ফেললাম। আমি সাথে ক্যামেরা থাকলে তক্কে তক্কেই থাকি।
ইমরান ভাই, যা দেখাইলেন- চমৎকার।
হা হা হা ভালো বলেছেন আপনি। আপনার জন্য শুভেচ্ছা রইল।
Post a Comment