Friday 17 June 2011

সহজ দিনের ডাক (2)  
মঞ্জুশ্রী রায়চৌধুরী

ও সন্ধ্যামণি,
তুই এবার চ্যালেঞ্জের সামনে।
কর মোকাবিলা,
লেখ কিছু অন্য
এবং
আন নামিয়ে ভোর।
মন পুড়িয়ে, বিপদ ছেঁচে,
সিন্দবাদের মতন ষ্ট কষ্টঘাড়ে চেপে
সব তোর সোজা।
ওরে জানি তো-
যা গেছে,
বিন্ধ্যাচলের মত
অনড় তা
তা অটল।
তবু তো তুই আকাশকে মুখ দেখতে দেখিস্
রবীন্দ্রসদনের ফেন্সিং,
বা
ঝিলের ধার ধরে হেঁটে যাওয়া স্বপ্নবোনাদের চোখে।
ঐ সুর্মা হাত পেতে তুই ধার করে নে মণি।
মেহেন্দী আঁকা ভরা হাতের আঁজলা থেকে নে।
চেলী, সানাই, সন্ধ্যাদীপের শিহরণ,
সাতলহরী হারের ঐতিহ্যগন্ধ তো আছে আজো।
নে না নে, ওখান থেকে নে।
তারপর-

ঝিলের জলে ডুব-ডুব খেলা খেলে
ভ্যাবলা-চোখো মাছেদের মতন তুই
ঝলঝলে, আলাভোলা, খ্যাপলা হয়ে যা।
**********************

7 comments:

Asim said...

কবিতায় তোমার নিজস্ব একটা স্টাইল তৈরী করেছ, একানে তার ধরণ খুব পরিস্কার। শেষটা পড়ে খুব ভাল লাগল।

তিতাস বেরা said...

একেবারে 'ভিন্টেজ মঞ্জুদি'। দারুণ লাগলো।

Unknown said...

* অসীম- অনেকদিন আসোনি অসীম, দেখে ভাল লাগছে, ভাল লেগেছে জেনে আরো।

* তিতাস- ভিন্টেজ কেন? লেখার প্যাটার্ন কি প্রাগৈতিহাসিক? উঁহু, তাই যদি হয় স্টাইল বদলাব। আমার আধুনিকতায় থাকার ভারী ইচ্ছে।

তিতাস বেরা said...

আরে না না, 'ভিন্টেজ মঞ্জুদি' মানে বলতে চেয়েছি আদি অকৃত্রিম মঞ্জুদি।

Unknown said...

ও তাই? বাঁচালে।

আচ্ছা তিতাস, তোমার ব্লগঘরে পয়সাফুলের দিন পর্ব7 চলছে আর এখানে 4-এই কেন শেষ?
বুঝেছি, এখানে আর পোস্ট দেবেনা। লীলায়িত বলেছি বলে না পাঠক কম বলে?

যাক্ গে, যা তোমার ভাল লাগে... যেখানে লাগে....

আল ইমরান said...

পুরো খ্যাপলা হয়ে যাবো...........

তিতাস বেরা said...

আরে ..তোমার এখানে দিতে ভূলে গেছি। এখুনি দিচ্ছি। আর লীলায়িত বলেছ তো কী, আমি তো লেখার সময়ই জানতাম। কী যে সব ভাবছ!!