Wednesday, 15 June 2011

একটি শখের দুঃস্বপ্ন অতঃপর ...........

প্রচণ্ড শব্দে আবার ঘুম ভেঙ্গে যায়। চোখ মেলে দেখি, একি!! আকাশ আমার এতো কাছে কেন? চাঁদটা এতো বড় কেন?  অবাক হয়ে দেখি, বুঝে উঠতে একটু সময় লাগে, একসময় বুঝতে পারি আমি জেগে নেই, ঘুমিয়ে আছি আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি।
তাহলে প্রচণ্ড শব্দে আমার ঘুম ভাঙল কি করে, এমন অনেকগুলো প্রশ্ন সেই নীলাভ গোলাপি মেঘ হয়ে আসে। ভাবতে ভাবতেই বুঝতে পারি, এ যে আমার ঘুমের ভিতরেই জেগে উঠা, তারমানে!! আমার ঘুমের ভেতরেই ঘুম ভেঙ্গেছে!!?? কেন?? নতুন করে স্বপ্ন সাজাতে??
উফ!!! এ কেমন অনুভূতি....... 
তবে কি এ স্বপ্ন কোনদিন শেষ হবে না, অনন্তকাল ধরে কি শুধু দেখতেই থাকব??
না......... এ হতে দেয়া যায় না। আমাকে জেগে উঠতেই হবে, পরিপূর্ণ জেগে উঠতে হবে, ঘুমের সকল স্তর থেকে একে একে জেগে উঠতে হবে।
ঐ তো, ঐ তো চাঁদ ছোট হচ্ছে, আকাশ দূরে সরে যাচ্ছে। তাহলে কি আমি জেগে উঠছি?!?
ঝিম ঝিম শব্দে ক'টি ঝি ঝি পোকা ডেকে যাচ্ছে অহেতুক। তবে কি আমি সত্যিই জেগে উঠছি........... কেউ আমাকে ডেকে নাও...............আমাকে চিমটি কাটো কেউ.........আ...আমি জেগে উঠতে চাই........... আর দেখতে চাইনা এই শখের দুঃস্বপ্ন।
চিৎকার করতে করতে আমি কি ক্লান্ত হয়ে পড়ছি.............. আমি কি আবারও ঝিমিয়ে পরছি..............ঘুমিয়ে পড়ছি ক্লান্ত হয়ে..................না....আ......আ..................



এই কি বলছ ঘুমের ভিতর এইসব??  কত বেলা হয়েছে সে খেয়াল আছে..............??

3 comments:

Unknown said...

প্রিয় দুঃস্বপ্ন প্রেমিক, এই স্বপ্নটা কিন্তু বেশ। বড় মাপের চাঁদ, ঝুলে থাকা আকাশ.... তবে 'দুঃস্বপ্ন' আখ্যা দিলে কেন? তোমার মনের মধ্যে যা ঠেউ তোলে, বীজ বোনে, সেই স্বপ্ন নাই বা শেষ হল। কল্পনা উড়ালের এই আনন্দ আমি পেলে কিন্তু ছাড়তাম না।

আল ইমরান said...

আমিও খুব শখ করেই দেখতাম এবং দেখি। এটা স্বপ্নের শেষ অর্থাৎ সকাল দিকের চূড়ান্ত পর্যায়ের অনুভূতি। তখন মনে হয় কেউ আমাকে ডেকে নিক, কিন্তু পরবর্তী রাতে আবারও দেখি। প্রতি রাতেই "শখের দুঃস্বপ্ন" এবং "অতঃপর" বিরামহীন চলতেই থাকে এবং আমিও নেশার্তের মতো দেখতেই থাকি।

nilakash said...

ভাল। অন্যান্য বিভাগের লেখালিখি পড়ার জন্য অপেক্ষায় রইলাম।