Sunday 17 July 2011

না দেবনা লেখা

মঞ্জুশ্রী রায়চৌধুরী

শস্তায় বিকোচ্ছে মনফসল
কারুবাসনা ঢঙে-
না দেবনা লেখা।

লাঠি নিয়ে সম্পু বসে নেই
গলা ধাক্কা দিতে-
না দেবনা লেখা।

আমাকে সে, সে-কে আমি
ন্যেকুপুষু মিউমিউ
না দেবনা লেখা।

কুয়াশা ঘিরছে,
ঘামছে উইন্ডশীল্ড
না দেবনা লেখা।

অস্থির পড়ুয়ার
বিনবিন আলপিন
না দেবনা লেখা।

ফ্যাতরাফাই বুক
উসকানো কথায়
না দেবনা লেখা।
*********

7 comments:

nilakash said...

এ কি রে বাবা নিজেই নিজেকে বকাবকি, রাগ!!!!!

পড়তে বেশ লাগল, না দেব না লেখা.....

Unknown said...

নীলাকাশ,
দু'দিন এটা একলা পরে থাকার পর অবশেষে এলে.... কিছু বললে, খুব খুশী হয়েছি গো। এই মনখেয়ালে আরেকটা স্তবক আমার জোড়া উচিত্ ছিল-

পড়ে অনেকেই
বলেনা কেউ
না দেবনা লেখা।

আল ইমরান said...

কেমন আছো দিদি। অনেকদিন পর এলাম। একটু ব্যাস্ততা বেড়েছে তো।
রাগ করোনা দিদি। এইতো আজকে একটা লেখা দেব ভাবছি।

মেঘ said...

না দেবনা লেখা...:)

Unknown said...

না দিওনা মেধ... তুমি এমনিতেই পলাতকা তায় আবার এ লেখা তা'তে ধূনোর ধোঁয়া। যাক গে, পরে নাহয় যা করার তা কোরো।

এখন সবার হয়ে আমি এই যে বলেছি, তার জন্য তো কিছু অন্ততঃ বল....

joymala said...

eki mam ami je soddo tomader khepar dole naam likhiyechi, ekhn eram bolle ki kore hobe..:)
ekta kotha boli, debona lekha niye likhle, ebar 'lekha debo' niye ekat lekho toh..:)

Unknown said...

আরে কন্যে, 'না দেবনা লেখা' বলেও কি থেমে থাকতে পেরেছি? একবার বলে ফেলে ফের কথা ঘোরাই কি করে! ও'পথ না মাড়িয়ে চুপচাপ লিখেই চলেছি তাই... ব্যস, এই তো।