Tuesday, 9 August 2011

আশাবাদী মন অবিরত...


 আশাবাদী মন অবিরত.......
ইমরান আল হাসান

পড়েছি কেরানীর চাকরির জন্য আবেদন
পড়েছি বিনা বেতনে অধ্যয়নের আবেদন
লিখেছি অধমের বিনীত নিবেদন।
তাহলে কি কোমলমতি আমাকে
শেখানো হয়েছিলো দারিদ্র ?
হয়তো তাই,
নয়ত এতো বড় হয়েও কেন ভয় পাই
ভয় পাই আশাবাদী হতে,
ভয় পাই স্বপ্ন দেখতে।

আমি কি পারবোনা ঐ আকাশ ছুঁতে,
পারবোনা কি জীবনকে পরিপূর্ণতায় সাঁজাতে?
যেমনটা পারে ঐ লাখপতি আর কোটিপতিরা।

তাদের কি চারটা হাত না দশটা?
তারা কি আমার চেয়ে অনেক বেশী লম্বা না খাটো?
তারা কি অনেক ফর্সা না কালো?
তাদের কি দুটো শিং আছে?
 কই!! না তো............!!

খুঁজে পেতে দেখি, তারা আমার মতোই,
তারাও মানুষ, আমিও তো মানুষ
তবে কি বলবো এটা সৃষ্টি কর্তার পক্ষপাতিত্ব?
ছি! ছি! এসব কথা মুখে আনাও তো পাপ।
তবে...............

আমার আশাবাদী মনে
একটাই উত্তর মেলে ঘুরে ফিরে
আমি পারি, পারবো, আমাকে পারতেই হবে
কঠিন হতে পারে,
কিন্তু অসম্ভব বলে কিছু নেই পৃথিবীতে।।

***********************

2 comments:

Unknown said...

ও এবার বুঝতে পেরেছি। লাখপতি আর কোটিপতি হবার আশা বুকে স্বপ্ন সাজায় ইমরান। আরে এই যে লিখতে পারছ, ক'জন পারে বল তো? তা এটা বুঝি কাঙ্খিত নয়? এটারই হাত ধরে কোটিপতির স্বপ্ন সাজালে কেমন হয়? বেশ নেশাও হল, পেশাও হল...
তোমার অবিরত আশাবাদী মনের সঙ্গে আমি আছি ইমরান।

আল ইমরান said...

ধন্যবাদ দিদি।
আমার শাশুড়ি অনেক অসুস্থ। আই.সি.ইউ তে আছে। ব্রেইন হ্যামারেজ। একটু উনার জন্য প্রার্থনা করবেন প্লিজ।