Friday 2 September 2011

অন্তর্বর্তীকালীন

অন্তর্বর্তীকালীন

শুভ্রনীল সাগর



বড্ড অসহ্য লাগছে পৃথিবীর ভিড়। তোমার নিঃশ্বাস আলাদা করা যাচ্ছেনা...



ভীষণ চেনা পথ বহুদিন পর হাঁটলে রোগাটে লাগে, লতানো। আমি সেই ধুলো চাই যারা এই আষাঢ়ে কাদা হয়ে গেছে....

7 comments:

Unknown said...

ঠিক বলেছ শুভ্রনীল, 'ভীষণ চেনা পথ বহুদিন পর হাঁটলে রোগাটে লাগে'...
তোমার এই লেখার মধ্যে দিয়ে একজন আপাদমস্তক কবির খোঁজ পেলাম।

আল ইমরান said...

আমি প্রায় সময়েই এইজন্য মন্তব্য করিনা যে, কি মন্তব্য করব তা খুঁজে পাই না।

Unknown said...

এই যে বললে, এটুকুই নাহয় বলবে ইমরান। আর কিছু না, তা'তে করে অন্ততঃ লেখকের কাছে এই মেসেজটা পৌঁছয়, যে একজন হলেও তার লেখাটা কেউ পড়েছে।

জানি সে আপনার মধ্যে থেকেই অনুপ্ররণার ইন্ধন পায়, তাই লেখে। তবু খুব প্রয়োজন এটার... আগামী লেখার আনন্দের জন্য।

আল ইমরান said...

সহমত দিদি।

Asim said...

পৃথিবীর ভিড় সত্যিই অসহ্য লাগছে। ছোটর ওপর কবিতাটা বেশ ভাল।
তবে মঞ্জুদি, তোমার সঙ্গে একটা জায়গায় মিলল না। ভাল না লাগলে কিছু বলর দরকার আছে কি? লেখককে সেক্ষেত্রে অনুপ্রেরণা দিয়ে লাভ কি?

অধরামাধুরী said...

ছোট হলে কি হবে ? ধানী লঙ্কা একেবারে!!

শামান সাত্ত্বিক said...

বেশ গভীর। শুভেচ্ছা। চলুক আরো।