Thursday 1 September 2011

চিঠি .

জয়মালা বাগচী

কেমন আছো গো তুমি
বললে যে চিঠি লিখবে, আর তো লিখলে না...
জান, আজ সকাল থেকেই এখানকার আকাশটা বড় আবছা।
কোথাও বুঝি বৃষ্টি হচ্ছে কাছে-পিঠে
তোমার কলকাতার আকাশে বোধহয় রোদ্দুরে ঝলমল্।
আচ্ছা, মুক্তার মা কি আবার দেরী করে এসেছে কাজে?
কাকিমা আজ কি কি রান্না করল? কাকু ফিরেছে দিল্লী থেকে?
তোমার ঐ প্রোমোশনটা আটকে ছিল, হয়ে গেছে?
বৌদি আমার কথা কিছু জিজ্ঞেস করে তোমায়?
এখানে কেউ রবি ঠাকুরকে চেনে না,
বড় কষ্ট হয় জানো...
কষ্ট আরো অনেক কিছুতে হয়, তুমি তো আর শুনলে না... 
কিন্তু শুধু যে তোমাকেই জানানোর ছিল
আমার নাম মাধবীলতা, তুমি ডাকতে মধু বলে...
এমনি কত চিঠি লিখেছি তোমায়্।
আজ একটা কথা বলব, রাখবে?
যদি ভুল করে কখনো 
আমার লেখা  কোনো চিঠি পড়ে তোমার হাতে, 
উত্তর দিও না তুমি, শুধু আমায় লিখতে দাও।।









8 comments:

Unknown said...

এই লেখাটা নিশ্চুপে পড়ে ছিল ড্রাফট হিসেবে- হঠাত্ই নজরে পড়ায় মুক্তি দিলাম। বেশ লিখেছিস। দূরে গিয়ে নিকটজনের কাছে আসছিস, কলকাতার সঙ্গে কথা বলছিস, মিস করছিস... লেখায় এ’ ছাপ স্পষ্ট।

শুভ্রনীল সাগর said...

মনখেয়ালী...

joymala said...

mon keyali toh sobai..tobe amravati te eshe aro ektu beshi mon kheyali hoechi tate shondeho nei...:)

joymala said...

mam tomar jonnei tao duto banglae kotha bolte pari, to be specific, likhteo pari..
ekhon class korar phake chole elum tomader kache..
monfhasol ke ekhon khub niger bole mone hoe...

Asim said...

বাহ, খুব আবেগী লেখা।

chandan roy choudhury said...

কেমন আছিস্ জয়মালা? তোর লেখার সঙ্গে প্রথম পরিচয়ে সময়টা মন্দ কাটল না। লিখে যা-

শামান সাত্ত্বিক said...

শুভ কামনা।

TRISHITA BANERJEE said...

লেখার মধ্যে একটা "প্রাক্তনতার" ছোঁয়া আছে। ভাল লাগল আমার।