এসো গপ্প করি, গপ্প লিখি, স্বপ্ন দেখি, আড্ডা দিই।
লিখেছ বেশ, ভেবেছ তোমার মত করে... তবে কারুর মনের গভীর অনন্তে ডুব দিয়ে তুমি সীমান্ত পেরুবে এত সহজ নয় আল ইমরান। অসীম চেষ্টা করেও নিজের সীমানা কি পেরনো গেল... কখনো?
দিদি, এ আমার দৃঢ় প্রত্যয় যে, সহজ হোক আর কঠিন হোক, পার হবই। বিশ্বাস আর দৃঢ় প্রতিজ্ঞার কাছে মৃত্যুও যে হার মানে।
তোমার আবেগের কাছে আমিও হার মানলাম।
Post a Comment
3 comments:
লিখেছ বেশ, ভেবেছ তোমার মত করে... তবে কারুর মনের গভীর অনন্তে ডুব দিয়ে তুমি সীমান্ত পেরুবে এত সহজ নয় আল ইমরান। অসীম চেষ্টা করেও নিজের সীমানা কি পেরনো গেল... কখনো?
দিদি, এ আমার দৃঢ় প্রত্যয় যে, সহজ হোক আর কঠিন হোক, পার হবই। বিশ্বাস আর দৃঢ় প্রতিজ্ঞার কাছে মৃত্যুও যে হার মানে।
তোমার আবেগের কাছে আমিও হার মানলাম।
Post a Comment