Wednesday, 26 October 2011

ছোট্ট ভাবনা-৬



তোমার মনের গভীরতা 
হোক না অনন্ত
মন সাগরে ডুব দিয়ে 
পার হবই সীমান্ত।

3 comments:

Unknown said...

লিখেছ বেশ, ভেবেছ তোমার মত করে... তবে কারুর মনের গভীর অনন্তে ডুব দিয়ে তুমি সীমান্ত পেরুবে এত সহজ নয় আল ইমরান। অসীম চেষ্টা করেও নিজের সীমানা কি পেরনো গেল... কখনো?

আল ইমরান said...

দিদি, এ আমার দৃঢ় প্রত্যয় যে, সহজ হোক আর কঠিন হোক, পার হবই। বিশ্বাস আর দৃঢ় প্রতিজ্ঞার কাছে মৃত্যুও যে হার মানে।

Unknown said...

তোমার আবেগের কাছে আমিও হার মানলাম।