মনফসল
তোমার সাথে এমন রূপে দেখা হবে কখনও ভাবি নি। সময় কখন কোথায় কাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, কে জানে। তবে একটা কথা আমার খুবই ভালো লাগলো, যে আমায় মনে করে লেখা দেবার কথা বলার জন্যে। আমি চেষ্টা করবো। মনফসলের শুভ কামনায়...
তোমার সাথে এমন রূপে দেখা হবে কখনও ভাবি নি। সময় কখন কোথায় কাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, কে জানে। তবে একটা কথা আমার খুবই ভালো লাগলো, যে আমায় মনে করে লেখা দেবার কথা বলার জন্যে। আমি চেষ্টা করবো। মনফসলের শুভ কামনায়...
3 comments:
হিমাদ্রীভাই, কি যে ভাল লাগছে তোমায় এখানে পেয়ে। অনেককেই এখানে চেনা পাবে- মেঘ,চৈতী,অতনু,অলোকদা,অধরামাধুরী,সৃজন,সুস্মিতা(ছায়ারৌদ্র),অভ্র,ইন্দিরা,তানিয়া,চিরঞ্জি,
তিতাস... তবে শেষের দু'জন বলেকয়ে শীতঘুমে গেছে... কিছুটা অহংকারে কিছুটা অভিমানে। দেখি, কবে মে ঘুম ভাঙে।
আমার এখানে আসে অনেকেই কিন্তু বলে কম, লেখেও কম। কি জানি কেন! তবে তুমি ভাই অন্যমনস্ক হয়ো না। অন্যন্য লেখাপত্র পড়ো, মন্তব্য কোরো।
দেখেছ, তোমার পোস্টের থেকেও বড় মন্তব্য করলাম, তুমিও পড়ে বলবে তো?
পোস্টের প্রত্যাশায় রইলাম। শুভ দীপাবলী।
কেন এমন হলো আমি জানি না, জানতেও চাই না। কেবল আমি আজে বাজে লিখতেই থাকবো, কেউ পড়ুক বা নাই পড়ুক। না লিখলে আমার শান্তি হয় না।
রোহনকে নিমন্ত্রণ পাঠিয়েছ কি ?
আমার জন্যে লেখার অনেক জায়গা বাড়লো।
না, রোহনকে ডাকিনি। লোটাকম্বলে লেখার সময়, আমার সম্পর্কে রোহনের ভাবনায় কিছু ধোঁয়াশা তৈরী হয়েছিল যা হবার প্রশ্ন ছিলনা। কারণ আমি অসম্ভব স্বচ্ছ্ব... কোন অনুভবকে তুলে ধরতে আমার দ্বিধা থাকেনা, যদি সে অনুভব খাঁটি থাকে, অন্তর থেকে তার প্রতি বিশ্বাস থাকে। যেমন এই এখন। সেই আমি ওর মত বুদ্ধিমানের কাছে প্রশ্নে পৌঁছে মর্মাহত হয়েছিলাম। ঐ অস্থির সময়ের, ভুল ভাবনার উত্তর না পাওয়া পর্যন্ত আমি গুটিয়ে গেছি... পাছে আবার ভুলের শিকার হই!!!!!
তা বাদে, সব ঠিকঠাক। আদতে ও যে খুবই গুণী মানুষ, তা বলার অপেক্ষা রাখেনা। সম্পর্কের এক্সপায়ারি ডেটে ঢুকে পড়েছিলাম হিমাদ্রীভাই, তাই ও'দিন গেল। ওটা যাবার ছিলই। ভাবিনা, ভাবিনা, পুরোন সময় আমাকে আটকে টেনে রাখেনা।
সম্পর্ক তৈরী করতে দশক চলে যায় আর ভাঙে মূহুর্তে- এ'কথা যখন বলেছিলাম তিতাস, চিরঞ্জিবকে, ঠিক তার পনেরো-মিনিটের মধ্যে ওরা তৈরী করা অভিমানে শীতঙুমে গেল। সুতরাং কিছুই স্টেবল নয়, আমার বোঝানোও নয় আমার একান্ত ইচ্ছেগুলোও নয়। তাই একাকে যা আমি একা দিতে পারি, তাই এনজয় করি, তা'তেই খুশী থাকার চেষ্টা করি।
দেখেছ, ভিতরে কেমন ঘুমিয়ে ছিল কথারা... ছোট্ট জিজ্ঞাসারই তাই কত্তরড় উত্তর!!!!
Post a Comment