ভাবনার মহাকাশযানে চেপে একবার
গিয়েছিলাম চাঁদের খুব কাছে,
চাঁদ আমায় দেখে তাকিয়ে ছিল
তাকিয়ে ছিল অবাক বিস্ময় নয়নে,
সময়টা রাত ছিল, চাঁদেরও জোছনা ছিল,
সে জোছনায় অস্পষ্ট আপ্লুত হয়ে
মোমের মত গলে পড়ছিল আবেগ।।
চাঁদ কে শুধাই---
চাঁদ!! ও চাঁদ!!! তোমার গায়ে
এ কলঙ্ক লেপে দিল কে??
তোমার রুপের পূর্ণতায়,
এতো ঈর্ষা হোল কার??
চাঁদ বলল, নাগো না—
এতো কলঙ্ক নয়,
এ আমার বুকে কষ্টের ছাপ।
বুকে কষ্ট চেপে না রেখে,
সবাইকে মুগ্ধ করা যায় না।
কষ্ট আছে বলেই না আমি রাত জাগি--
আমার মত যারা জাগে রাতে
তাদের মনে কোমল পরশ বুলাই।
সূর্যটা আমাকে আলো দেয় বৈকি
কিন্তু আমার কষ্টগুলো দিয়ে
ওর আলোর প্রখরতা কমাই,
ছড়িয়ে দেই কোমল আলো
সারা পৃথিবীতে।।
গিয়েছিলাম চাঁদের খুব কাছে,
চাঁদ আমায় দেখে তাকিয়ে ছিল
তাকিয়ে ছিল অবাক বিস্ময় নয়নে,
সময়টা রাত ছিল, চাঁদেরও জোছনা ছিল,
সে জোছনায় অস্পষ্ট আপ্লুত হয়ে
মোমের মত গলে পড়ছিল আবেগ।।
চাঁদ কে শুধাই---
চাঁদ!! ও চাঁদ!!! তোমার গায়ে
এ কলঙ্ক লেপে দিল কে??
তোমার রুপের পূর্ণতায়,
এতো ঈর্ষা হোল কার??
চাঁদ বলল, নাগো না—
এতো কলঙ্ক নয়,
এ আমার বুকে কষ্টের ছাপ।
বুকে কষ্ট চেপে না রেখে,
সবাইকে মুগ্ধ করা যায় না।
কষ্ট আছে বলেই না আমি রাত জাগি--
আমার মত যারা জাগে রাতে
তাদের মনে কোমল পরশ বুলাই।
সূর্যটা আমাকে আলো দেয় বৈকি
কিন্তু আমার কষ্টগুলো দিয়ে
ওর আলোর প্রখরতা কমাই,
ছড়িয়ে দেই কোমল আলো
সারা পৃথিবীতে।।
4 comments:
বেশ ভাল লাগল ইমরানভাই। ভাবনা চালু থাক।
আজ চাঁদ নিয়ে দু'দুটো পোস্ট, তায় আবার দু'টোই কবিতা। কি জানি কি হল!!!! চাঁদের বুকে কষ্টকথা ছিল না আত্মকথার চাঁদমালা, জানিনা... একইসঙ্গে স্নিগ্ধতার দোলা দিয়ে, মুগ্ধতার কাজল পরিয়ে যেন লিখিয়ে নিয়েছেন। ভাল হয়েছে, আল ইমরান... বেশ ভাল। লিখে যাও।
আজতো চাঁদের একদম চাঁদি....
মান্না দের ঐ গানটা মনে পড়ছে "ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে" দুজনের নজরতো লেগেছে আরো কতজনের নজর লাগে সেটাই দেখার....
খুব ভালো লাগলো কবিতাটা, তবে আমি কবিতা খুব একটা বুঝিনা তাই মঞ্জুর মতো ব্যাখা করে বলতে পারব না - ঠিক কিরকম লাগলো বা কেন ভালো লাগলো...
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Post a Comment