এসো গপ্প করি, গপ্প লিখি, স্বপ্ন দেখি, আড্ডা দিই।
সার্থক শিরোনাম। এত সুন্দর চিল্কার পাড়? চর্মচক্ষে ধরা পড়েনি তৃষিতা। এক নীল থেকে অন্য নীলে কি সুন্দর ব্লেন্ডিং... জানিনা... আকাশ,সমুদ্র হয়ে লৌকার ছই। কাকে ছেড়ে কার ব্যথা বুকে বই!!!!
তৃষিতা ! তোমাকে জানাই আমার অকুণ্ঠ অভিনন্দন ! A perfect photography. আশা করি এ রকম আরো পাবো ।মৃণাল পাল ।
দাদা, তুমি এমনি আননেমড হয়ে থাকছ কেন? তুমি কি জান, এখানে এলে আমার কত ভাল লাগে? কন্ট্রিবিউটার লিস্টে দিব্যি আছ কবে থেকে, অথচ। এবার থেকে কমেন্ট বক্সের গুগুল এ্যাকাউন্টে নিজনাম ফিড করিয়ে আসবে... ঠিক আছে?
Post a Comment
3 comments:
সার্থক শিরোনাম। এত সুন্দর চিল্কার পাড়? চর্মচক্ষে ধরা পড়েনি তৃষিতা। এক নীল থেকে অন্য নীলে কি সুন্দর ব্লেন্ডিং...
জানিনা... আকাশ,সমুদ্র হয়ে লৌকার ছই। কাকে ছেড়ে কার ব্যথা বুকে বই!!!!
তৃষিতা ! তোমাকে জানাই আমার অকুণ্ঠ অভিনন্দন ! A perfect photography. আশা করি এ রকম আরো পাবো ।
মৃণাল পাল ।
দাদা, তুমি এমনি আননেমড হয়ে থাকছ কেন? তুমি কি জান, এখানে এলে আমার কত ভাল লাগে? কন্ট্রিবিউটার লিস্টে দিব্যি আছ কবে থেকে, অথচ। এবার থেকে কমেন্ট বক্সের গুগুল এ্যাকাউন্টে নিজনাম ফিড করিয়ে আসবে... ঠিক আছে?
Post a Comment