Monday, 7 November 2011

কুয়াশার স্বপ্ন

 নির্ধারিত কোন দিন নেই
নেই সীমাবদ্ধ কোন মুহূর্তের রাত
আছে শুধু এক মুঠো ভোরের কুয়াশা
আর মাকড়সার জালের মত তাকে ভেদ করা
 আশ্চর্য সূর্যের প্রখর ক্রূরতা
বিলীনতার বাক্সে থাকে অলীকতম রহস্য
হাসির সুতোয় গাঁথা থাকে চূর্ণ কয়েক কাব্য 

2 comments:

Unknown said...

আপাততঃ তুমি সৃষ্টিজগতে বেড়াচ্ছ তৃষিতা। আমার কাছে কুয়াশা সবসময়ই স্বপ্ন, রহস্যময়। কুয়াশার স্বপ্ন পড়লাম, শেষ লাইনটা তো দারুণ। 'হাসির সুতোয় গাঁথা থাকে চূর্ণ কয়েক কাব্য।'
লিখে যাও কন্যে... এখন তোমার সময়।

এই স্বপ্নঘরে একা আমিই লিখে চলেছি, এই প্রথম তুমি। তবে এরপর আর অন্য কারুর বয়ানে 'স্বপ্ন'নয়, তোমার স্বপ্ন লিখ।

TRISHITA BANERJEE said...

আমায় পাশে পাবে মঞ্জুদি।