এসো গপ্প করি, গপ্প লিখি, স্বপ্ন দেখি, আড্ডা দিই।
আপাততঃ তুমি সৃষ্টিজগতে বেড়াচ্ছ তৃষিতা। আমার কাছে কুয়াশা সবসময়ই স্বপ্ন, রহস্যময়। কুয়াশার স্বপ্ন পড়লাম, শেষ লাইনটা তো দারুণ। 'হাসির সুতোয় গাঁথা থাকে চূর্ণ কয়েক কাব্য।'লিখে যাও কন্যে... এখন তোমার সময়। এই স্বপ্নঘরে একা আমিই লিখে চলেছি, এই প্রথম তুমি। তবে এরপর আর অন্য কারুর বয়ানে 'স্বপ্ন'নয়, তোমার স্বপ্ন লিখ।
আমায় পাশে পাবে মঞ্জুদি।
Post a Comment
2 comments:
আপাততঃ তুমি সৃষ্টিজগতে বেড়াচ্ছ তৃষিতা। আমার কাছে কুয়াশা সবসময়ই স্বপ্ন, রহস্যময়। কুয়াশার স্বপ্ন পড়লাম, শেষ লাইনটা তো দারুণ। 'হাসির সুতোয় গাঁথা থাকে চূর্ণ কয়েক কাব্য।'
লিখে যাও কন্যে... এখন তোমার সময়।
এই স্বপ্নঘরে একা আমিই লিখে চলেছি, এই প্রথম তুমি। তবে এরপর আর অন্য কারুর বয়ানে 'স্বপ্ন'নয়, তোমার স্বপ্ন লিখ।
আমায় পাশে পাবে মঞ্জুদি।
Post a Comment