ঘুমের ভেতরে বা বাহিরে,
মনের ভিতরে যখনি উঁকি দেই
এক অসীম নিরবচ্ছিন্ন মহাশূন্য
ঝট করে উঠে আসে চোখের সামনে,
সেথায় খুঁজে ফিরি
শত শত আলোকবর্ষ ধরে
খুঁজি দৈব চয়নে
খুঁজি বিমূর্ত নয়নে
শুধু খুঁজে যাই বহু আকাঙ্ক্ষিত
তোমায়
কত না সহজে বলে ফেলা
একটা শব্দ আলোকবর্ষ...
আলো নিজ গতিতে যদি চলে
নিরবচ্ছিন্ন ভাবে একটি বছর
এক বছরের ক্লান্তিহীন পরিভ্রমণ
শেষে
অতিক্রান্ত হয় একটি আলোকবর্ষ।
এতোটা সময় আর এতোটা পথ
ঘুরে ঘুরে ক্লান্তি নেই মনের
শুধু খুঁজে যায় আকাঙ্ক্ষিত
তোমায়,
প্রতিক্ষার প্রতিটি প্রহর কাটে
বোবা যন্ত্রণার অব্যক্ত চিত্কারে।
3 comments:
বাহ্ বেশ। বিশেষ করে আলোকবর্ষকে ছাড়িয়ে দিলে বলে আরো ভাল।
তবে আল ইমরান, আজকাল আসছ, পোস্ট দিচ্ছ, যাচ্ছ। এ্যায়সা নেহি চলেগা।
ঠিক হ্যায় দিদি। চালনেকে লিয়ে কেয়া কারনা পারেগা......
অত ভালো হিন্দি জানিনা, তবে একটু চেষ্টা করি আর কি........ :)
ইয়ে কোই পুছনে কা বাত হ্যায়? সোচা করো, সমঝ যাওগে।
Post a Comment